X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৩:৩৪আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৩:৩৪

ছোটবেলায় ঈদের আগে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন কণ্ঠতারকা আঁখি আলমগীর। সমসাময়িক ভাই-বোন-বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো, কার তৈরি কার্ড সবচেয়ে বেশি সুন্দর! 

আঁখি আলমগীর বলেন, ‘আমি এখনও দেশের বাইরে গেলে কার্ডের দোকানে যাই। খুব আগ্রহ নিয়ে সেগুলো দেখি, কার্ড কিনি। প্রিয়জনদের জন্য কিংবা নিজের জন্য হলেও পছন্দের কার্ড কিনে দেশে ফিরে ড্রয়ারে রেখে দেই। এটি আমার অন্য ধরনের ভালো লাগার একটি বিষয়।’

মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদের বিশেষ আয়োজনে এসে আঁখি আলমগীর এমন অনেক অজানা ও মজার গল্প শোনান। জানান, একসময় প্রিয়জনকে চিঠি লিখতেন নিয়মিত। লেখার প্যাডে পারফিউম ছড়িয়ে চিঠি লেখার ‘নিনজা টেকনিক’ও নাকি আবিষ্কার করেছিলেন তিনি। 

আঁখি আলমগীর আঁখি আলমগীরের জীবনীশক্তি বরাবরই প্রশংসা পায় সংগীত জগতে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘একবার বাংলা নববর্ষে একই দিনে ৩টি শো’তে বিরতিহীনভাবে গান করার অভিজ্ঞতা রয়েছে আমার। বেশ কয়েকবার ঢাকার বাইরে থেকে শো করে জ্যাম ঠেলে ঢাকায় আরেকটি শো ধরার রেকর্ডও রয়েছে আমার।’

অভিনয় ও সংগীত-দুই শাখাতে একমাত্র শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আঁখি আলমগীর ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে এসে বলেছেন, আইন বিষয়ে পড়াশোনার মাঝেই ছেদ পড়েছিল। তবে সুযোগ পেলে নতুন করে পড়াশোনা শেষ করে আইনজীবী পরিচয়েও নিজেকে পরখ করে নিতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান। 

রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত, মাছরাঙা টেলিভিশনে। শুটিংয়ে রুম্মান, লাবণ্য ও আঁখি

/এমএম/
সম্পর্কিত
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
জন্মদিনে স্মরণসালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
‘ভোটের দিন আমার জন্মদিন’
তারকা যখন ভোটার‘ভোটের দিন আমার জন্মদিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!