নিশিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে হারানোর শোক

আমি দেখেছি সিঁড়ি বেয়ে/ কেমন করে পিতার বুকের রক্ত ঝরে/ আমি দেখেছি  দু’চোখ বেয়ে/ কেমন করে ভোরের শিশির ঝরে- বঙ্গবন্ধুকে নিয়ে এমন অসাধারণ কথাগুলো কণ্ঠে তুলেছেন নিশিতা বড়ুয়া। 

‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের এ গানটিতে ৫ জুলাই (বৃহস্পতিবার) মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন এই তরুণ শিল্পী। সুজন হাজংয়ের কাব্যিক কথায় গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন বলেন, ‘পিতার রক্তমাখা সিঁড়ি বেয়েই যেন বাংলাদেশ। আমাদের নদী, ভোরের শিশির, ঝরনা যেন পিতার বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি এই গানটিতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে। কারণ, আমি এই গানটির মাধ্যমে বঙ্গবন্ধুকে আমাদের বাংলা ও বাঙালির চেতনা, প্রকৃতি ও অস্তিত্বের সাথে এক করেছি।’ 

রেকর্ডিংয়ে সুজন, নিশিতা ও সুমননিশিতা বলেন, ‘গানের কথা কাব্যিক ও শ্রুতিমধুর। সুর-সংগীত হৃদয়স্পর্শী। বঙ্গবন্ধুকে নিয়ে এই গানটি গাইতে পেরে আমি গর্বিত। আশা করি গণমানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ 

গানটি জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত হবে।