X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১

নাচে-গানে বিনোদিত করবেন যারা

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৯

মাস খানেক আগে ঘোষণা করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র বিজয়ীদের নাম। এবার তা তুলে দেওয়ার পালা। আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে প্রদান করা হবে পুরস্কারের ট্রফি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরাবরই অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক পর্ব। যেখানে তারকারা বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শক মাতান। এবারও ব্যতিক্রম হচ্ছে না। বিনোদিত করার জন্য সাজানো হয়েছে নাচ-গানের পরিকল্পনা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সেই সঙ্গে যুক্ত আছেন সিনেমা অঙ্গনের বেশ কয়েকজন তারকা। তাদের সম্মিলিত পরিকল্পনায় সাংস্কৃতিক পর্ব সাজানো হয়েছে।

জানা গেছে, পুরস্কার প্রদানের পর এবারের আসর শুরু হবে ওয়ার্দা রিহাবের নৃত্য দিয়ে। বঙ্গবন্ধুকে ঘিরে তার বিশেষ এই নৃত্যের দৈর্ঘ্য পাঁচ মিনিট। নৃত্য পরিবেশনায় দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারিন জাহান, নিপুণ আক্তার, পূজা চেরী, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, প্রার্থনা ফারদিন দীঘি; চিত্রনায়ক সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খানকে। তারা বাংলা ছবির কয়েকটি কালজয়ী গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। তাদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এদিকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে শিল্পীদের অনুশীলন। কদিন পর অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মঞ্চে তারা চূড়ান্ত মহড়ায় অংশ নেবেন। এ আসরে গান পরিবেশনায় থাকছেন পার্থ বড়ূয়া, সাব্বির, লিজা, নন্দিতা ও নিশিতা বড়ূয়া। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

করোনা মহামারির কারণে গেলো আসরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই পুরস্কারে অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি নিজ হাতেই বিজয়ীদের পুরস্কার দেবেন। তাই সাংস্কৃতিক পর্বেও রাখা হচ্ছে বিশেষ চমক।

ইভান শাহরিয়ার সোহাগ বিষয়টি কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অবহিত করা হয়েছে যে, এবার প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তাই ওনার কথা মাথায় রেখেই আমরা সাংস্কৃতিক আয়োজন সাজানোর চেষ্টা করছি। আগের আসরের চেয়ে ভালো করা এবং বাংলা সিনেমার স্বর্ণালী ইতিহাসের কিছুটা যেন উঠে আসে, সেই প্রচেষ্টায় আছি।’

এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। সোহাগ জানান, ইলিয়াস কাঞ্চনকে ট্রিবিউট দেয়ার ভাবনায় তার অভিনীত বিখ্যাত ছবি ‘বেদের মেয়ে জোছনা’র গানে পারফর্মেন্স থাকছে। এছাড়া ‘পিচঢালা এই পথ’, ‘সে যে কেন এলো না’, ‘ওই দূর দূর দূরান্তে’, ‘মনেরও রঙে রাঙাবো’সহ বিভিন্ন কালজয়ী গানে নৃত্য পরিবেশন করবেন তারকারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিজয়ীদের কয়েকজন

/কেআই/
সম্পর্কিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
এ সপ্তাহের ছবি১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো