মুক্তিযুদ্ধে হাবিব-সুরমার প্রেমের গল্প

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘রবির আবির’। 

এলিনা শাম্মীর রচনা ও অরণ্য পলাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এলিনা শাম্মী, কাজী রাজুসহ অনেকে। 

এলিনা জানান, গল্পটা ১৯৭১ সালের। হাবিব ভালোবাসে সুরমাকে। নানা প্রতিবন্ধকতার কারণে গোপনে বিয়ে করে দুজনে। তাদের এই বিয়ের কথা তখনও গ্রামের কেউ জানে না। সুরমার গর্ভে হাবিবের সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। এরইমধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। হাবিব তার গ্রামের বন্ধুদের নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু সুরমার কী হবে?

উত্তর মিলবে নাটকের শেষাংশে।