জাফনা চলচ্চিত্র উৎসবে মোশাররফ করিমের ছবি

গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত কলকাতার প্রথম ছবি ‘ডিকশনারি’। যা বেশ প্রশংসিত প্রেক্ষাগৃহে। উৎসবেও মিলছে স্তুতি। তাই এটি এবার যাচ্ছে প্রসিদ্ধ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

শ্রীলঙ্কার বিখ্যাত জাফনা শহরে আগামী ২৬ ডিসেম্বর এই উৎসব শুরু হবে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আর সমাপনী আয়োজনে প্রদর্শিত হবে ব্রাত্য বসু পরিচালিত এ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা নিজেই।

তিনি বলেন, ‘ছবিটি উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে জাফনা শহরের কালাম কালচারাল সেন্টার দেখানো হবে। শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো- সিনেমায় সৃজনশীল অভিব্যক্তির সমসাময়িক রূপগুলো অন্বেষণ করার একটি নির্দলীয় প্ল্যাটফর্ম। উৎসবের মূল লক্ষ্য হলো, উপদ্বীপে স্বাধীন সিনেমা উদযাপন করা, অন্যান্য সংস্কৃতির সঙ্গে বোঝাপড়া তৈরি করা, আন্তর্জাতিক অঙ্গনে সিনেমার মাধ্যমে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি করা।’

বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’ চলচ্চিত্রটি।

এই সিনেমার গল্প সম্পর্কের ব্যবধান নিয়ে। এর একটি কাহিনিতে স্বামী-স্ত্রী হিসেবে আছেন মোশাররফ ও পৌলমি বসু। অন্য গল্পে আবির, পরমব্রত ও নুসরাত জাহান।