টলিউডে মোশাররফ করিমকে নিয়ে ‘গু কাকু’, সঙ্গে ঋত্বিক

ঢাকাই নাটকের জন্য মোশাররফ করিম পশ্চিমবঙ্গে ভীষণ জনপ্রিয়। এবার পালা সরাসরি সিনেমার দর্শকদের মন জয়ের। গত বছরের ‘ডিকশনারি’র পর টলিউডের নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেতা।

নামটা একটু বিব্রতকর; ‘গু কাকু’! ইংরেজিতে ‘দ্য পটি আংকেল’। ছবিটি নির্মাণ করছেন মণীশ বসু। আলোচিত ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছর পূর্তি উপলক্ষে নতুন ছবিটি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে শুটিং। এতে বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন টলিউডের আরেক তারকা ঋত্বিক চক্রবর্তী। আরও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা।

‘গু কাকু’র পটভূমি সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় নির্মাতা মণীশ বসুর বয়ান এমন, নব্বই দশকের একটি মফস্বল অঞ্চল। একজন প্রান্তিক মানুষ কিভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে দারুণভাবে প্রভাবিত করে এবং শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসবে এই ছবিতে।

প্রযোজক জয় বি গঙ্গোপাধ্যায় মনে করেন, মণীশের এই সোশ্যাল স্যাটায়ার এই মহামারির সময়ও প্রাসঙ্গিক। তবে ‘গু কাকু’র ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতা-প্রযোজক।