এ সপ্তাহেই মোশাররফের ‘ড্রাইভার’, সঙ্গে মাহি

হুট করেই সিদ্ধান্ত। তাই অনেকটা প্রচারণা ছাড়াই চলে আসছে মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ ‘ড্রাইভার’। এর আগে ‘মহানগর’-এ ওসি হারুন চরিত্রটি দিয়ে তুমুল আলোচনার জন্ম দেন এ অভিনেতা। 

তাই নতুন সিরিজে ‘ড্রাইভার’ চরিত্রটি নিয়েও বাড়ছে দর্শক প্রত্যাশা। 

সিরিজটির মুখ্য চরিত্রে আছেন মোশাররফ করিম, মাহিয়া মাহি ও আরেফিন জিলানী। আর পরিচালনায় আছেন ইফতেখার চৌধুরী। 

নির্মাতা বললেন, ‘সিরিজটি আসবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ। তারা প্রচারণা শুরু করেছে। তবে আমরা সময়টা কম পাচ্ছি। আর মুক্তির বিষয়ে আজকেই (২ ফেব্রুয়ারি) আমরা চূড়ান্ত মিটিং করবো। এ মাসের প্রথম সপ্তাহেই আসবে। শুধু তারিখ ঘোষণা বাকি।’

সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। সেই সূত্রে জানা যায়, শুরুতে ‘ড্রাইভার’ ছিল ওয়েব ফিল্ম। তবে তা পরে সিরিজে রূপান্তর করা হয়। মোট ৩ পর্বে মুক্তি পাবে সিরিজটি।

এতে মোশাররফ-মাহি ছাড়াও অভিনয় করার কথা ছিল সজলের। পরবর্তী সময়ে তার পরিবর্তে নেওয়া হয়েছে আরেফিন জিলানীকে। 

পরিচালক ইফতেখার জানান, গত বছরের নভেম্বরে রাজধানীর অদূরে ধামরাইয়ে ‘ড্রাইভার’-এর শুটিং হয়েছে। এরপরই গত মাসে শেষ করা হয় সম্পাদনাসহ অন্যান্য কাজ।