মাহির মাতৃত্বের খবরে বাজি ফাটানোর ঘোষণা পরীমণির!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে নায়িকা নিজেই এই তথ্য জানিয়েছেন।

এদিকে মাহির এমন সুখবরে বাজি ফাটানোর আনন্দ প্রকাশ করেছেন সদ্য মা হওয়া আরেক নায়িকা পরীমণি। তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই…। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷ বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা মাহি।

অন্যদিকে, চলতি বছরের ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নতুন অতিথি রাজ্যকে পেল তারকা দম্পতি রাজ-পরী। গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি।মাহিয়া মাহি/ ছবি: সংগৃহীত