আফজাল হোসেনের সঙ্গে ৩ ঘণ্টার ‘কোলাহল’!

দীর্ঘ ৩ ঘণ্টার আলাপচারিতায় জীবনের গল্প বললেন কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানের নাম ‘কোলাহল উইথ আফজাল হোসেন’।

তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে ক্যারিয়ারের দীর্ঘ পথ, নিজের অভিনয় জীবনের দর্শন, প্রেম-বিয়ে গসিপ, বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ হিসেবে নিজের চ্যালেঞ্জসহ সমসাময়িক ফিল্ম ইন্ডাস্ট্রি ও ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলেছেন সবিস্তার।

এই বিশেষ গল্পে খানিকটা ভিন্নতা আনতেই সঞ্চালক তানভীর তারেকের (ইত্তেফাক) সঙ্গে নানা প্রশ্ন নিয়ে যুক্ত ছিলেন আরও ৩ সাংবাদিক। তারা হলেন অপূর্ণ রুবেল (দৈনিক বাংলা), শ্রাবণী রাখি (ভোরের কাগজ) ও অনিন্দ্য মামুন (সমকাল)।
 
ভিন্নমাত্রার এই অনুষ্ঠান-আড্ডা প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সবার ভাবনার জগৎ বা কাজের ধারা তো একরকম না। তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভালো লাগে। তাই এর আগেও তার সাথে যখন আড্ডা দিতে বসেছি, কথা বলে আরাম পেয়েছি। অর্থাৎ আমার বলার আগ্রহের জায়গাগুলো সে ছুঁতে পারে। এই আড্ডাটিও উপভোগ করলাম।’

আফজাল হোসেন ও তানভীর তারেকতানভীর তারেক বলেন, ‘আফজাল ভাই আমাদের শোবিজ জগতের বিশেষ মানুষ। প্রতিটি পদক্ষেপে তিনি যত্ন নিয়ে পা ফেলেছেন। তাই তো তিনি এখনও নিখুঁত। অথচ তার এসব গূঢ় দর্শন নিয়ে বিস্তারিত কোনও কথোপকথন নেই কোথাও। যা আছে একই কথার পুনরাবৃত্তি। ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ নামের এই সিরিজে গুণী মানুষদের ভাবনাগুলো আমি বিশদভাবে তুলে আনতে চাই। তা বাজারি কনটেন্ট হিসেবে খুব চাহিদাসম্পন্ন না হোক, কিচ্ছু যায় আসে না। কিন্তু সঞ্চালক হিসেবেও আমি মনে করি নিজস্ব একটা দায়বোধ রয়েছে। সেই ভাবনা থেকে অনুষ্ঠানটি করতে পেরে নিজেরও আনন্দবোধ হয়।’’

অনুষ্ঠানটির চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আরেক সাংবাদিক মোস্তাফিজ মিঠু (ইউএনবি)। 

অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপসহ তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজ-এ অবমুক্ত হবে শিগগিরই।