আঙুল গুনে চারদিন পর ভালোবাসা দিবস। সে উপলক্ষে বড় পর্দায় হাজির নতুন দুটি সিনেমা। এগুলো হলো ‘মন দিয়েছি তারে’ ও ‘কথা দিলাম’। নাম শুনেই আঁচ করা যায়, এগুলো ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা। তাই ভ্যালেন্টাইনকে সামনে রেখেই শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি দেওয়া হয়েছে।
এর মধ্যে ‘মন দিয়েছি তারে’ দেখা যাবে দেশের ১৫টি প্রেক্ষাগৃহে। অন্যদিকে ‘কথা দিলাম’ ছবিটি পেয়েছে ১৩টি হল। দুটি সিনেমার সম্পর্কে প্রাথমিক তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যাক...
‘মন দিয়েছি তারে’
নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আসিফ ইমরোজ ও অমৃতা খান। এটি প্রযোজনা ও পরিবেশনা করছে সামি বাণী চিত্র। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুজাতা, সাগর, কাকন শাহা, সাদেক বাচ্চু প্রমুখ।
নায়িকা অমৃতার ভাষ্য, ‘সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা রোমাঞ্চকর ছিলো। এখন মুক্তি নিয়েও বেশ উচ্ছ্বসিত। আসিফ ইমরোজ ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি হলাম। আমার বিশ্বাস, আমাদের রসায়ন দর্শকের পছন্দ হবে।’
ট্রেলার:
‘কথা দিলাম’
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জামশেদ শামীম ও সাবরিনা সুলতানা কেয়া। প্রযোজনায় জসিম উদ্দিন আকাশ। ছবির বিভিন্ন চরিত্রে আরও আছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।
নির্মাতা রকিবুল আলম রাকিবের মতে, ‘আগে গ্রামীণ প্রেক্ষাপটে সিনেমা বেশি নির্মিত হতো এবং দর্শকও তা পছন্দ করতো। কিন্তু এখন সেই সংখ্যা একেবারেই কমে গেছে। তাই নতুন জুটি নিয়ে আমি চিরচেনা গ্রামের গল্পে সিনেমাটি বানিয়েছি।’
ট্রেলার: