বর্তমানে ঢাকা শহরকে বলা যেতে পারে আন্দোলনের শহর। আজ এ রাস্তা, তো কাল অন্য রাস্তা...বলা যায়, ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে এখন আন্দোলন লেগেই আছে। এতে করে বেড়েছে ভয়ঙ্কর ট্রাফিক।
এবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।
পিয়া এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। যেকোনও অন্যায়ের বিরুদ্ধে তাকে অনেক সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায়। ২১ মে পিয়া ফেসবুক ওয়ালে নিজের একটি ছবি এবং রাস্তার বর্তমান অবস্থার ভিডিও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না। কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।’
এরপর তিনি লিখেছেন, ‘আমার র্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম। এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি। ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করবো কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।’