প্রথম নাটকের ১১তম প্রদর্শনী শেষে দ্বিতীয় নাটকের ঘোষণা

মঞ্চ পাড়ার নবীন দল ‘থিয়েটারিয়ান’। ২০২০ সালের ডিসেম্বরে বিজয় দিবসে আত্মপ্রকাশ করে নাট্যদলটি। শুধু নাটকের সংখ্যা নয়, প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলি, সুস্থ বিনোদন ও শিল্পমানকে গুরুত্ব দেওয়া তাদের লক্ষ্য ও বিশ্বাস।

সময় উপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে গঠিত হওয়ার পর এ পর্যন্ত একটি নাটকই উপহার দিয়েছে ‘থিয়েটারিয়ান’। এর নাম ‘ডেথ অব আ সেলসম্যান’। আর্থার মিলারের বিখ্যাত এই নাটক বাংলায় অনুবাদ করেছেন ফতেহ লোহানী।  

‘থিয়েটারিয়ান’র জন্য নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের আশিকুর রহমান লিয়ন। গেলো ২৪ ফেব্রুয়ারি এর ১১তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সেই আয়োজনেই ঘোষণা করা হয় নাট্যদলটির নতুন নাটকের নাম। তা হলো ‘দ্য সীগাল’। আন্তন চেখভ রচিত নাটকটি নির্দেশনা দেবেন আশিকুর রহমান লিয়ন। শিগগিরই এর মঞ্চায়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করবেন দলের সদস্যরা।

শুধু দ্বিতীয় নাটকের নাম ঘোষণা নয়, এদিন ‘থিয়েটারিয়ান’র নতুন লোগোও উন্মোচন করা হয়েছে।

দলটির নতুন লোগো (বামে) ও নতুন নাটকের পোস্টার‘থিয়েটারিয়ান’র অভিনয়শিল্পী দলে আছেন তৌহিদ বিপ্লব, পলি চৌধুরী, তাসমিয়া মীম, মো. মাইনুল ইসলাম, আহমেদ সুজন, নাজমুল নাঈম, আমিরুল মামুন, লিটু রায়, পৃথু অভিষেক, অর্নিলা অচিন প্রমুখ।