ঢাকার মঞ্চে ‘জো সুই ফ্রেডেরিক ডুগলাস’

আন্তর্জাতিক ফ্রঙ্কোফোনি উৎসব উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার উদ্যোগে মঞ্চায়িত হলো ফরাসি ভাষার বিশেষ নাটক ‘জো সুই ফ্রেডেরিক ডুগলাস’।

১০ ও ১১ মার্চ নাটকটি মঞ্চায়িত হয় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ন্যুভেল ভাগ্ মিলনায়তনে। এতে অভিনয় করেন পশ্চিম আফ্রিকার মালির নাগরিক মোদিবো কোনাতে।

নাটকটি ফ্রেডেরিক ডুগলাস নামের এক দাসের আত্মজীবনী দিয়ে সাজানো ‘জো সুই ফ্রেডেরিক ডুগলাস’ বই অবলম্বনে তৈরি হয়েছে। এর অভিনেতা মোদিবো কোনাতে হলেন মালির রাজধানী বামাকোর একজন তরুণ নৃত্যশিল্পী ও অভিনেতা। তিনি বইটি পড়ার পরে অবিলম্বে এটিকে মঞ্চায়ন করার সিদ্ধান্ত নেন। নাটকটি নির্মিত হয় মালিতে। নাটকটি পরিচালনা করেছেন জ্যাজি হাইউন।

মঞ্চে মোদিবো কোনাতেবলা দরকার, আন্তর্জাতিক ফ্রঙ্কোফোনি সংস্থা গঠন করা হয় ১৯৭০ সালে। যার মূল উদ্দেশ্য ছিলো ফ্রঙ্কোফোনি দেশগুলোর মধ্যে সৌহার্দ্য স্থাপন করা। পুরো পৃথিবীজুড়ে প্রায় ৩২০ মিলিয়ন মানুষ মনের ভাব প্রকাশ করে ফরাসি ভাষায়। এটি ৩২টি দেশের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের ফ্রঙ্কোফোনি প্রতিনিধি দেশগুলো হলো ফ্রান্স, আলজেরিয়া, কানাডা, মিশর, কসোভো, মরক্কো, সুইজারল্যান্ড ও ভিয়েতনাম।মঞ্চে মোদিবো কোনাতে