মাতৃত্বকালীন ছুটি থেকে এখনও সিনেমার কাজে ফেরেননি পরীমণি। তবে নিয়মিত পুত্র রাজ্যকে নিয়ে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এসব ছাপিয়ে নায়িকা এবার ভক্তদের চমকে দিতে যাচ্ছেন ঈদে।
প্রথমবার পরীমণি কোনও টিভি অনুষ্ঠানে উপস্থাপকের আসনে বসলেন। আর সেই শুরুটা করলেন রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি’র মাধ্যমে। কথা রয়েছে এখানেও, ঢাকা নয়, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ একটি ম্যাগাজিন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে এই নায়িকাকে।
এমনটাই নিশ্চিত করেন পরী। বললেন, ‘মাত্রই শুটিং শেষ করলাম। কাজটা আমার জন্য নতুন। অভিজ্ঞতাও বেশ মজার। জানি না কেমন করেছি।’
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়। তারা জানান, এই অনুষ্ঠানে পরীমণির প্রাণবন্ত সঞ্চালনায় একক ও দলীয় নৃত্য পরিবেশন করছেন অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন চট্টগ্রামের ভাষায় জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা।
ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র ৪ দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এরমধ্যে পরীমণির সঞ্চালনায় ‘তারার মেলা’ প্রচার হচ্ছে ঈদের দিন রাত ৯টায়।