সিয়াম-মিমদের সিনেমায় থাকতে পারবেন আপনিও!

দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ছবি। নির্মাণে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপন। এ কারণে ‘অন্তর্জাল’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ আগে থেকেই ছিল। এবার টিজারের মাধ্যমে তা আরও ত্বরান্বিত হলো।

শনিবার (৩ জুন) রাতে প্রকাশ করা হয়েছে ‘অন্তর্জাল’ টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের ঝলকটি সাইবার দুনিয়ার রহস্যে ভরপুর। তাই উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শক টিজারটির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, টিজারের নিচে দর্শকের ইতিবাচক মন্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে।

ছোট্ট এই ঝলক দেখে আঁচ করা যায়, বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। আর সেই ঝুঁকি মোকাবিলায় যোদ্ধার মতো কাজ করে কয়েকজন তরুণ। কিন্তু হামলাকারীর হুমকি, ‘এটা কেবল শুরু!’

টিজারে ছবির লোকেশন, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা সেট ডিজাইন সব কিছুই দর্শককে আকৃষ্ট করছে। অনেকে কাজটিকে আন্তর্জাতিক পর্যায়ের বলেও মন্তব্য করছেন।

অবশ্য এমন ইঙ্গিত, প্রত্যাশার কথা আগেই জানিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। বলেছেন, “এই ছবির পরতে পরতে টুইস্ট। ভিএফএক্সের কাজও ডিটেইলে করা হয়েছে। কোনও কিছুতে আমরা ছাড় দেইনি। আন্তর্জাতিক সাইবার-থ্রিলার ছবিগুলো যে মানের হয়, আমাদের ‘অন্তর্জাল’ও তেমনই।”

সিনেমার আরেকটি দৃশ্যটিজার প্রকাশের আগে ফেসবুক লাইভে হাজির হয় টিম ‘অন্তর্জাল’। সেখানে একটি ব্যতিক্রম ঘোষণা দিয়েছেন তারা। তা হলো, সাধারণ দর্শকও এই ছবির পর্দায় আসতে পারবেন! ছবির গল্পের সঙ্গে মেলে, এমন তিনটি সিকোয়েন্স শুটিং করে পাঠাতে হবে নির্মাতা প্রতিষ্ঠান ‘মোশন পিপল স্টুডিওস’র কাছে। সেখান থেকে বাছাইকৃত সিকোয়েন্স যুক্ত করা হবে মূল ছবিতে। বিষয়টির বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।  

ক'দিন আগেই টিম ‘অন্তর্জাল’ ঘোষণা দিয়েছে যে আসন্ন কোরবানির ঈদে একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাবে ছবিটি। সেই সুবাদে বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের দর্শকও ছবিটি দেখতে পারবেন আসছে ঈদে।

উল্লেখ্য, এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে নির্মাতার পোষ্য টোটো।

সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই ছবির প্রযোজনায় রয়েছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

টিজার: