মোটা দাগে বলতে গেলে এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। বাস্তব জীবনের এক গ্যাংস্টার; যার প্রভাবে একসময় পশ্চিমবঙ্গের হুগলি কাঁপতো, সেই হুব্বা শ্যামলের ভূমিকায় বাংলাদেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘হুব্বা’। ক’দিন আগেই ছবিটির ফার্স্টলুক প্রকাশ হয়। যেখানে মালা পরে পিস্তল হাতে দেখা দেন অভিনেতা।
এবার একটু বড় পরিসরে, টিজারে হাজির হলেন হুব্বারূপী মোশাররফ। শুক্রবার (১১ আগস্ট) আনন্দবাজার সূত্রে প্রকাশ হয়েছে ৩৯ সেকেন্ডের ঝলকটি। এতে দেখা যায়, কখনও ভয়ানক গ্যাংস্টারূপে পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছেন, কখনও আবার রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন, আবার কখনও বিয়ের সাজে এলোমেলো নাচছেন মোশাররফ করিম। বোঝা যাচ্ছে, গ্যাংস্টার হুব্বা শ্যামলের অপরাধ ও ব্যক্তিজীবন দুটোই উঠে আসছে ছবিটিতে।
এটি নির্মাণ করেছেন ব্রাত্য বসু। তিনি বলেন, ‘থ্রিলার ও কমেডির মিশেলে ছবিটা তৈরি করা হয়েছে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
‘হুব্বা’ কবে নাগাদ মুক্তি পাবে, সেই নির্দিষ্ট তারিখ অবশ্য প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। তবে শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘ডিকশনারি’ সিনেমাটি। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও নুসরাত জাহান। ছবিটি ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল কলকাতার দর্শকদের কাছ থেকে।
টিজার: