নির্মাতা সঞ্জয় সমাদ্দার রবিবার (৪ মে) সন্ধ্যায় তার আসন্ন সিনেমা ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে দাড়িভর্তি মুখ, হাতে রক্তমাখা কুড়াল, পোশাকে রক্তের ছিটেছিটে দাগ, চোখে সানগ্লাস পরে ভয়ঙ্কররূপে হাজির এক অভিনেতা।
পোস্টারটি শেয়ার করে সঞ্জয় সমাদ্দার লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’
প্রথমে পোস্টার দেখে আপনি ধাক্কা খেতে বাধ্য! কে ইনি! একটু ভালো করে খেয়াল করলে তবেই বোঝা যাচ্ছে, তিনি আর কেউ নন, সবার পছন্দের অভিনেতা মোশাররফ করিম!
কেউ যদি না জানতেন এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করছেন, পোস্টার দেখে দ্রুত তাকে চিনে ফেলা শক্ত হবে বৈকি!
যাই হোক, তিনি যে মোশাররফ করিম, এটা জানতেই প্রশংসার ঢল নেমেছে কমেন্টবক্সে!
একজন মন্তব্য করেছেন, ‘এ এক অন্য মোশাররফ করিম!’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এমনটাই তো চাই মোশারফ করিমকে অন্যভাবে উপস্থাপন করা হোক।’
অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘এমন লুক!মাথা নষ্ট হয়ে যাবে দর্শকের। শুভেচ্ছা ও অভিনন্দন পরিচালক-অভিনেতা, এই জুটির জন্য।’
সঞ্জয় সমদ্দার বলেন, ‘এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে।’
বলা প্রয়োজন, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয়েছে ফেব্রুয়ারিতে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পাবে সিনেমাটি।
উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন শরিফুল রাজকে। তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ।
সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।