অসুস্থতায়, ব্যস্ততায়…

ব্যক্তিগত জীবনে বিস্তর ঝক্কি-ঝামেলা পেরিয়ে সিঙ্গেল মাদার হিসেবে লড়ছেন চিত্রনায়িকা পরীমণি। একমাত্র ছেলে রাজ্যকে ঘিরে তার যত ভাবনা। এর মধ্যে পেশাগত কাজেও মুখর হয়েছেন সম্প্রতি। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন।

মাতৃত্বকালীন দুই বছর বিরতি পেরিয়ে গেল ৮ অক্টোবর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ান পরী। রেজা ঘটকের নির্মাণে সেই ছবির নাম ‘ডোডোর গল্প’। কিন্তু কিছু দিন শুটিং করেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। ভর্তি হতে হয় হাসপাতালে। সুস্থ হয়েছেন বটে। কিন্তু অসুস্থতা তার লাগাম ছাড়েনি। কারণ এর ফাঁকেই তার নানা শামসুল হক অসুস্থ হয়ে পড়েন। ফলে বাসা টু হাসপাতাল করেই কাটছে ‘স্বপ্নজাল’ নায়িকার সময়।

শনিবার (২১ অক্টোবর) প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে পুত্রের সঙ্গে তোলা তিনখানা ছবি শেয়ার করেছেন পরী। জানালেন, রাজ্যর ছবি দেখার জন্য যারা প্রতিনিয়ত উন্মুখ হয়ে থাকেন, তাদের জন্য হাসপাতালের আঙিনায় ছবিগুলো তুলেছেন। সঙ্গে পরী বললেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর আমার নানা ভাই। আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি।’

হাসপাতালের আঙিনায় পুত্রের সঙ্গে পরীচমকপ্রদ ব্যাপার হলো, ব্যক্তিজীবনের এই ব্যস্ততায় পেশাকে দূরে রাখছেন না নায়িকা। বললেন, ‘আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগগিরই জানাবো সবাইকে।’

শুধু তাই নয়, শনিবার (২১ অক্টোবর) থেকে ফের ‘ডোডোর গল্প’ ছবির শুটিংয়ে নামছেন বলেও জানান পরীমণি। এই অসুস্থতা, ব্যস্ততায় ঘেরা জীবন নিয়ে তার ছোট্ট অনুভূতি, ‘এই তো… জীবন কতোভাবেই সুন্দর, তাই না?’

‘ডোডোর গল্প’র শুটিংয়ে পরীউল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমণির সঙ্গে আছেন সাইমন সাদিক, আহসান হাবিব নাসিম প্রমুখ। এটি প্রযোজনা করছে জি সিরিজ। শুটিং শেষে চলতি বছরই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।