আগামী ৩০ মার্চ, ১ এপ্রিল এবং ৩ এপ্রিল। এই সংখ্যাগুলোই এখন মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এ দিনগুলোতে ঢাক-ঢোল পিটিয়ে তার গায়েহলুদ, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা হবে।
এপ্রিল ফুল (১ এপ্রিল) সাধারণত অন্যকে বিভ্রান্ত করে মজা করার পশ্চিমা পথা চালু আছে। অন্যকে ‘এপ্রিল ফুল’ দিয়ে প্রিয়জনরা মজা করে থাকেন। কিন্তু এবার সেই এপ্রিল ফুল দিবসে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এ অভিনয়শিল্পী। তবে এ শিল্পী জানালেন ভিন্ন কথা। বললেন, ‘আমাদের পরিচয় মাত্র ১৭ দিনের। কায়সারের পরিবার থেকে প্রস্তাব এসেছে। দুই পরিবারের সদস্যরা মিলে দিনক্ষণ ঠিক করেছেন। এপ্রিল ফুলটা আসলে কাকতালীয়!‘
ঈশিকা বেশ কিছু বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছেন। এছাড়া সমানতালে অভিনয় ও উপস্থাপনা করছেন ইদানীং।