সত্যিই চমকে দিলেন টিভি পর্দার উঠতি নায়িকা চমক। অনেকটা হুট করেই আবদ্ধ হলেন বিয়ে বন্ধনে। বিয়ের আনুষ্ঠানিকতা হলো রাজধানীর একটি মাদ্রাসায়। আর দেনমোহর ধার্য করলেন মাত্র ৯ টাকা!
খবরটি শনিবার (২২ জুন) চমক নিজেই জানালেন। বললেন, ‘৯ আমার জীবনের শুভ সংখ্যা। ৯ জুলাই আমার জন্মদিন। সেই ভাবনা থেকেই বিয়ের দেনমোহর ৯ টাকা ধার্য করেছি।’
এর আগে গত দুদিন ধরেই আংটি-বদল আর গায়েহলুদের ছবি প্রকাশ করছিলেন চমক।
জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির। পেশায় মূলত ব্যবসায়ী হলেও পাশাপাশি অভিনয়ের সঙ্গেও জড়িত আছেন। কাজের সুবাদেই নাসিরের সঙ্গে চমকের পরিচয় ও সখ্যতা।