‘সুড়ঙ্গ’ জুটি আসছে ‘অসিয়ত’ নিয়ে

অন্ধকার ‘সুড়ঙ্গ’ থেকে বেরিয়ে যে আলোর ঝলক দেখালেন আফরান নিশো-তমা মির্জা, সেটি যেন ক্রমশ নিবু নিবু। এর মধ্যে শাকিব খানের একের পর এক সুপারহিট আলোকিত প্রজেক্ট।

এমন পরিস্থিতিতে ফের জানান দিলেন নিশো-তমা জুটি। দুজনকে নিয়ে ফের মাঠে নামছেন রায়হান রাফী। ৫ জুলাই বিকাল নাগাদ এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। 

এসভিএফ ও আলফা-আই’র ব্যানারে নির্মিতব্য এই ছবির নাম ‘অসিয়ত’। জানা গেছে, এ বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ‘সুড়ঙ্গ’ নায়িকা, প্রযোজক, নায়ক ও নির্মাতা

তবে ছবিটি সম্পর্কে এখনও প্রযোজনা সংস্থা কিংবা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।তমা মির্জা