বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!

জাস্টিন বিবারের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিষণ্নতা, স্ত্রী হেইলি কেবাল্ডউইনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই শিল্পীকে দিনদিন আরও বিমর্ষ করে তুলছে।

তবে বিবারের এই বিষণ্নতার পেছনে নাকি আছেন প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজ! বিশেষকরে কিছুদিন আগে মুক্তি পাওয়া সেলেনার গানের কথায় বিদ্ধ হয়েছেন বিবার!

সেলেনা গোমেজের সর্বশেষ মুক্তি পাওয়া নতুন একক অ্যালবাম ‘আই সেড আই লাভ ইউ ফার্স্ট’-এর একটি গানে নাকি খুব সূক্ষ্মভাবে বিবারকে কটাক্ষ করা হয়েছে। আর সেখান থেকেই বিবার আরও বেশি মনকষ্টে ভুগছেন। তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে।

এদিকে নিজেদের বিচ্ছেদের কারণ হিসেবে বিবারকেই দায়ী করেন সেলেনা। তিনি নিজেও খুব খারাপ সময়ের ভেতর দিয়ে গিয়েছেন সেই সময়। তবে সেসব কাটিয়ে উঠেছেন এই গায়িকা ও অভিনেত্রী। বেনি ব্লাঙ্কোর সাথে নতুন সম্পর্কেও জড়িয়েছেন, সেরেছেন বাগদান। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তাই এখন আর বিবারকে নিয়ে ভাবার সময় নেই তার।বিবার ও সেলেনাতবুও, যে দোষে দুষ্ট বিবার, সেলেনা তার নতুন গানে সেটাই আবারও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলেই অভিমত অনেকের।

সেলেনার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই অভিনেত্রী এমিলিয়া পেরেজের সঙ্গে সম্পর্কে জড়ান বিবার। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর প্রেম করেন হেইলির সঙ্গে এবং তারা বিয়ে করেন।  

সে সময়টা সেলেনা নিজের মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করেছেন। তবে তিনি  তা কাটিয়ে উঠলেও বিবারের প্রতি আক্রোশ নাকি পুরোপুরি যায়নি। তারই ফলস্বরূপ, নতুন গান ‘হাউ ডুজ ইট ফিল টু বি’তে তিনি বলতে চেয়েছেন, ‘তুমি এত লজ্জাজনক/ যখন কেউ দেখছে না তখন কাঁদো... ভুলে গেলে কেমন লাগে?’। কথাটি বিবারের প্রতি ইঙ্গিতবহ বলেই মনে করছেন অনেকে।

তাদের মতে, এই গান রিলিজের পরই বিবার আরও বেশি ক্ষেপাটে আচরণ শুরু করেছেন। এমনকি তার পাগলাটে আচরণের কারণে স্ত্রী হেইলির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে।  

সূত্র বলছে, বেশ কিছুদিন ধরেই বিবার শারীরিক ও মানসিক কষ্টে ছিলেন। কিন্তু সেলেনার এই গানের পর অবস্থা আরও খারাপ হয়েছে।

বলা দরকার, এক মাস বয়সী আলোচিত গানটির ইউটিউব ভিউ ছাড়িয়েছে ১০ মিলিয়ন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস