বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর বলিউডের আঙ্গিনায় পা ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউডে এখন দাপট দেখাচ্ছেন পিসি। সেখানেই সিনেমা-সিরিজ নিয়ে তার যত ব্যস্ততা। বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি দীর্ঘ সময়। বিরতি ভেঙে প্রিয়াঙ্কা ফিরছেন আবারও বলিউডের সিনেমায়। তাও আবার রেকর্ড সংখ্যক পারিশ্রমিক নিয়ে।
এস এস রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া।
রাজামৌলির পরবর্তী এই সিনেমার বাজেট ১০০০ কোটি রুপিরও বেশি। যেখানে প্রিয়াঙ্কা একাই নিচ্ছেন ৩০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।
এই সিনেমায় প্রিয়াঙ্কা দক্ষিণি তারকা মহেশ বাবুর সঙ্গে অভিনয় করবেন।
রাজামৌলি নির্মিত এই সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও কেনিয়ার বিভিন্ন লোকেশনে।
প্রিয়াঙ্কা ও মহেশ ছাড়া সিনেমায় আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, জন আব্রাহাম তাদের সঙ্গে যুক্ত হতে পারেন।
সূত্র: ইন্ডিয়া টুডে