হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   

বলিউডের সীমানা পেরিয়ে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন। করছেন একের পর এক সিনেমায় অভিনয়। ২ জুলাই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘হেডস অব স্টেট’। এরপরই প্রিয়াঙ্কা বন্দনায় মেতেছেন সবাই।

এই বন্দনাকারীর মধ্যে রয়েছেন স্বয়ং বলিউড অভিনেতা আর মাধবন। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অ্যাকশন-কমেডি ‘হেডস অব স্টেট’-এ প্রিয়াঙ্কার অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন।‘হেডস অব স্টেট’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ানিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই সিনেমা নিয়ে মতামত শেয়ার করেছেন মাধবন। বিশ্বব্যাপী ভারতীয় দর্শকদের গর্বিত করার জন্য প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন এই অভিনেতা।

পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন ভিত্তি তৈরি এবং আমরা যা স্বপ্ন দেখি তা করে দেখানোর জন্য আমরা তোমাকে নিয়ে গর্বিত। ছবিতে কী দুর্দান্ত কাজ হয়েছে এবং তুমি নিজেকে চমৎকারভাবে তুলে ধরেছো... এই জয় তোমার নিজের।’

এমন ভূয়সী প্রশংসায় আপ্লুত প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে মাধবনের পোস্টটি শেয়ার দিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আমার বন্ধু। তোমার উৎসাহের এই কথাতে সত্যিই আমি কৃতজ্ঞ!’

বলা প্রয়োজন, ‘হেডস অব স্টেট’ সিনেমার গল্পটি মার্কিন প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ঘিরে আবর্তিত। দুই রাষ্ট্রপ্রধান বিশ্বব্যাপী ষড়যন্ত্রের হাত থেকে বিশ্বকে বাঁচাতে একসঙ্গে কাজ করেন। প্রিয়াঙ্কা এখানে নোয়েল বিসেটের ভূমিকায় অভিনয় করেছেন যিনি একজন এমআই৬ এজেন্ট।

সিনেমাটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে আরও অভিনয় করেছেন প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েদ, সারা নাইলস প্রমুখ।আর মাধবনঅন্যদিকে, আর মাধবন তার আসন্ন রোমান্টিক-কমেডি সিনেমা ‘আপ জাইসা কোই’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। বিবেক সোনি পরিচালিত এই ছবিটি ১১ জুলাই থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে।