আসছে সন্তান, আত্মহারা রাজকুমার-পত্রলেখা

রাজকুমার রাও-এর সময়টা যে দুর্দান্ত যাচ্ছে সে কথা বলাই বাহুল্য। খুব শিগরিরই ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করবেন। এর মধ্যেই দিলেন দারুণ এক খবর। বিয়ের সাড়ে তিন বছরের মাথায় বাবা হতে চলেছেন এই অভিনেতা।

৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে রাজকুমার ও পত্রলেখা একটি পোস্ট শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘সন্তান আসছে, আত্মহারা।’

দীর্ঘ দশ বছরের প্রেম ছিল রাজকুমার ও পত্রলেখার। ২০২১ সালে বিয়ে করেন তারা। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই দম্পতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

বলা প্রয়োজন, রাজকুমারকে প্রথম বার ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় দেখেছিলেন পত্রলেখা। তার কথায়, ‘ও রকম অদ্ভুত চরিত্রে অভিনয় করতে দেখে রাজকুমারকে আমি অদ্ভুতই ভেবেছিলাম।’

অন্যদিকে, রাজকুমার পত্রলেখাকে একটি বিজ্ঞাপনে প্রথম দেখেছিলেন। এরপরই তার মাথায় একটিই ভাবনা খেলে যায়। সেই কথা স্মরণ করে সেসময় তিনি বলেছিলেন, ‘আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। ইশ, যদি কখনও  দেখা করতে পারি!’

২০২১ সালে তারা বিয়ে করেন। যদিও বিয়ের আগে একাধিক বার তারা জানিয়েছিলেন, সন্তান নিয়ে তাদের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শেষপর্যন্ত তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমায় রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন পত্রলেখা।   

সূত্র: এনডিটিভি