তাজিকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি দলের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দলের প্রধান জানিয়েছেন, এদের মধ্যে ৫ জনকে যাবজ্জীবন এবং বাকীদের ৩০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
নিষিদ্ধ ওই সংগঠনের নাম ইসলামিক রেনেসা পার্টি। এর প্রধান মুহিদ্দিন তিলয়েভিচ কাবিরি। স্বেচ্ছা নির্বাসনে থাকা কাবিরি আল জাজিরাকে বলেন, ‘তাজিকিস্তানের পরিস্থিতি ভয়াবহ। সরকার পক্ষের আইনজীবীরা আদালতের কাছে এই শাস্তির আবেদন করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, এদেশের আদালত স্বাধীন নয়, রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্যপ্রণোদিত রায়ই দেওয়া হয়ে থাকে আদালতে।’
গত জানুয়ারি মাসে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামোলি রাহমন এক ভাষণে অভিযোগ করেন, বিরোধী দল সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করছে। প্রেসিডেন্ট রাহমন তার বক্তৃতায় বলেন, ‘গত সেপ্টেম্বরে সরকার পতনের জোর চেষ্টা চালানো হয়। আর এই পুরো ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছে ইসলামিক রেনেসা পার্টি।’
আরও পড়ুন: মিসরে ৭১ বিক্ষোভকারীকে দুই বছর করে কারাদণ্ড
প্রসঙ্গত, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগেই ইসলামিক রেনেসা পার্টির নেতাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
আগামী ২০২০ পর্যন্ত ক্ষমতায় থাকার কথা প্রেসিডেন্ট রাহমনের। তিনি ১৯৯২ সালে ক্ষমতায় আসেন ও বর্তমানে তার চতুর্থ শাসনকাল চলছে। সংবিধানের সাম্প্রতিক এক সংশোধনী পর পর দুইবার ক্ষমতায় যাওয়াকে বৈধতা দিয়েছে। সূত্র: আল-জাজিরা
/ইউআর/বিএ/