বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

ইরাকের রাজধানী বাগদাদে তিনটি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন। মঙ্গলবার বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-এর এক খবরে একথা বলা হয়।

সদর সিটিতে বোমা হামলায় নিহত হন অন্তত ২৮ জন

পুলিশ জানায়, পৃথক তিনটি হামলার মধ্যে বাগদাদের আল-শাব জেলায় ৩৮ জন নিহত ও ৭০ জন আহত হন। এখানে আত্মঘাতী হামলা চালান এক নারী। আল-রাশিদ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ৬ জন ও আহত হন আরও ২১ জন। পরে সদর সিটির এক মার্কেটে আরও একটি বোমা বিস্ফোরিত হয়। এতে নিহত হন অন্তত ২৮ জন এবং আহত হন আরও ৫৮ জন।

গত সপ্তাহ থেকে বাগদাদে ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে। শুক্রবার ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের এক আড্ডাস্থলে আইএসের বোমা হামলা ও গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

বাগদাদের আল-শাব জেলায় বোমা বিস্ফোরণে ৩৮ জন নিহত হন

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে তিন বন্দুকধারী ওই ক্যাফেতে প্রবেশ করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও অন্যান্য ক্রেতাও রয়েছেন। হামলার পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে নেয়।

ঘটনার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়। তবে পরে একজন বন্দুকধারীকে কাছের এক ভবনে পাওয়া গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলে। এরপর তিনি কাছের এক বাজারে গিয়ে গায়ে লাগানো বোমার বিস্ফোরণ ঘটান। সে সময় পৃথকভাবে অন্তত ৪ জন নিহত হন।

সূত্র: রয়টার্স, দ্য ইনডিপেন্ডেন্ট, আল-জাজিরা।

আরও পড়ুন: 

ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন

চীনা নেতার সফরে হংকংজুড়ে নিরাপত্তা জোরদার

সিরিয়ায় আইএসকে আল কায়েদার চ্যালেঞ্জ, ‘ইসলামিক আমিরাত’ গঠনের ঘোষণা

/এসএ/