কেনিয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, নিহত ৩

কেনিয়ায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশটির অন্তত চারটি শহরে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার (২৩ মে) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিন জন মারা গেছেন।

বিক্ষোভকারীদের সড়ক অবরোধ

নাইরোবিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের চারপাশে দাঙ্গা পুলিশ একটি বেষ্টনী তৈরি করে। সর্বশেষ সোমবার দুপুরের পর সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে ভয় দেখিয়ে থামিয়ে দেয়া হয়। বিক্ষোভটি সপ্তাহখানেক ধরে চলছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

কেনিয়ার রাজধানী সহ কয়েকটি শহরেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সিয়ায়া শহরে সহিংসতায় অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আসা নিয়াকুন্দি নামের এক আইনজীবী বলেন, ‘পুলিশের টিয়ার গ্যাস এবং জলকামানের কারণে বিক্ষোভকারীরা এগোতেই পারেনি।’ তিনি আরও বলেন, ‘সম্ভবত পুলিশকে ওই নির্দেশনা দেওয়া রয়েছে।’

টিয়ার গ্যাস আর জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের

আগামী বছর সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশটির বিরোধী দলীয় ‘কর্ড’ জোট ক্ষমতাসীন ‘জুবিলি’ জোটের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছে। তাদের আশঙ্কা, নির্বাচন কমিশন না বদল হলে স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে না।

গত চার মাসের মধ্যে এটি চতুর্থ বিক্ষোভ, যা সপ্তাহখানেক ধরে চলছে।

সূত্র: নাইজেরিয়া ট্রিবিউন, আফ্রিকা নিউজ, দ্য স্টার।

আরও পড়ুন: 

তুরস্ক, কাতার, সৌদি আরব বোমা হামলায় জড়িত: সিরিয়ার দাবি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/