ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগারে ভয়াবহ আগুন: ২ কর্মকর্তাসহ নিহত ১৯

মহারাষ্ট্রে ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগারে ভয়াবহ আগুন

 

ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগার ভয়াবহ আগুনের কবলে পড়েছে। এশীয় সংবাদের দিল্লিভিত্তিক সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এই খবর নিশ্চিত করেছে।

এক টুইটার বার্তায় এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে এএনআই। এদের মধ্যে ১৭ হন ডিএসসি জওয়ান আর ২ জন কর্মকর্তা। 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকাল বাহিনী সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

এএনআই-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে ভয়াবহ আগুন লাগে মহারাষ্ট্রের পুলগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় অস্ত্রাগারে। আগুনের মারাত্মক তীব্রতার কারণে পাশের গ্রামগুলিও খালি করে দেওয়া হয়। 

ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ সূত্র: এএনআই 

/বিএ/