‘সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে কালাইস ক্যাম্প’

hollade

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে বলেছেন, কালাইসের ‘জঙ্গল’নামে পরিচিত বিতর্কিত ও অস্থায়ী শরণার্থী শিবির সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে।

সোমবার, উত্তরাঞ্চলীয় কালাইস নগর পরিদর্শনের সময় ওলাঁদে ঘোষণা দেন, এই শিবিরটি সম্পূর্ণ রূপে বিলুপ্ত করার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, ‘এখন থেকে আমাদের লক্ষ্য স্পষ্ট,- আমরা কালাইস নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই, জনজীবনে শৃঙ্খলা রাখতে চাই এবং অভিবাসী ও শরণার্থীদের অবস্থার উন্নতি করতে চাই।’    

calais camp

তিনি আরও বলেন, কালাইসের ‘আগ্রাসী শরণার্থী’দের জানাতে চান, তাদের আর শরণার্থী শিবিরে থাকতে হবে না, কেননা সেটা ‘তাদের স্থান নয়।’

প্রেসিডেন্ট তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘শরণার্থীদের যতটুকু প্রয়োজন রক্ষা করা হবে।’   

ওলাঁদে বলেন, সবচেয়ে সাম্প্রতিক তথ্য অনুযায়ী জঙ্গল নামে পরিচিত এই শিবিরে অন্তত ৭ হাজার শরণার্থী বাস করেন।

উল্লেখ্য, এই ক্যাম্পটি কুখ্যাত হওয়ার একটি কারণ হচ্ছে শরণার্থীদের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট। শরণার্থীরা প্রায়শই যুক্তরাজ্যগামী কারগো গাড়িতে করে চলে যাওয়ার চেষ্টা করেন। সে কারণে তারা জঙ্গল ক্যাম্পে শরণার্থী হিসেবে নাম নিবন্ধন করতে আগ্রহী হন না। কেননা, ব্রিটেনই তাদের কাঙ্ক্ষিত গন্তব্য।

এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান রাখেন প্রেসিডেন্ট ওলাঁদে।এক মাস আগেই ফ্রান্স থেকে শরণার্থী প্রবাহ নিয়ন্ত্রণে বিরাট এক দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলো যুক্তরাজ্য।  

সূত্র: সিএনএন 

/ইউআর/