‘মার্কিন সংবাদপত্র পড়া বিপজ্জনক’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভামার্কিন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংযোগের ‘প্রমাণ’ প্রকাশের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্রকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে, তা না পড়ার উপদেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করছে, রাশিয়ার কাছে সন্ত্রাসবাদ ইস্যুতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ফাঁস করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন পোস্টের দাবিকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে।

ওয়াশিংটন পোস্টের ওই দাবির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভা বলেছেন, তিনি ওই প্রতিবেদন সম্পর্কে বহু বার্তা পেয়েছেন। যে প্রতিবেদনটি হোয়াইট হাউস খারিজ করেছে।

মারিয়া তার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আপনারা কি এখনও মার্কিন সংবাদপত্র পড়ছেন? আপনাদের তা পড়া উচিত নয়। আপনারা ওই সংবাদপত্র অন্য কোনও কাজে ব্যবহার করতে পারেন, তবে তা পড়া উচিত নয়। শেষ পর্যন্ত তা শুধু ক্ষতিকরই নয়, বরং বিপজ্জনক।’

৯ মে (মঙ্গলবার) হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।  এর একদিন পরই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াককে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের দাবি, ওভাল অফিসে করা ওই বৈঠকেই ট্রাম্প গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য পাচার করেন।

/এসএ/