সন্ত্রাসী হামলার হুমকির পর ফের শুরু হচ্ছে 'রক এম রিং’ ফেস্টিভ্যাল

nonameসন্ত্রাসী হামলার হুমকির মুখে জার্মানিতে একটি রক ফেস্টিভ্যাল স্থগিতের পর পুনরায় সেটি শুরুর ঘোষণা দিয়েছেন আয়োজকরা। শুক্রবার পশ্চিম জার্মানির নুয়েরবার্গ এলাকায় ‘রক এম রিং’ নামের ওই উৎসব চলাকালে হামলার হুমকিতে দর্শকদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তিনদিনের এই আয়োজন জার্মানির অন্যতম বৃহৎ সংগীত উৎসব। শনিবার নতুন করে এই উৎসবে অংশ নেবেন সংগীতপ্রেমীরা।

আয়োজকরা জানিয়েছেন, উৎসব ভেন্যুতে ব্যাপকভিত্তিক অনুসন্ধান চালিয়েছে পুলিশ। এর ভিত্তিতে শনিবার বিকালে পুনরায় 'রক এম রিং’ ফেস্টিভ্যাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারের অনুষ্ঠানে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা করছে আয়োজকরা।

শুক্রবার দর্শকরা যখন জার্মানির জনপ্রিয় ব্যান্ড দল হামস্ট্যাইনের গান শোনার অপেক্ষা করছিল, তখনই তাদের ‘শান্ত ও সুশৃঙ্খলভাবে’ অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত মাসে এক কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার কথা বিবেচনায় নিয়ে এই উৎসবেরও নিরাপত্তা বাড়ানো হয়েছিল। শুক্রবার ফেস্টিভ্যাল ভেন্যুত দায়িত্ব পালন করে সহস্রাধিক পুলিশ সদস্য। সূত্র: বিবিসি।

/এমপি/