৬০ লাখ পাউন্ড আয় বাড়ছে রানি এলিজাবেথের

রানি দ্বিতীয় এলিজাবেথ৬০ লাখ পাউন্ড আয় বাড়ছে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ (৯১)-এর। রাজকীয় সম্পদের মুনাফা দুই কোটি ৪০ লাখ পাউন্ড বেড়ে যাওয়ায় ২০১৮-১৯ সালে তিনি বাড়তি এ অর্থ পাবেন।

রানির গতবছরের সাকুল্যে খরচ ২০ লাখ থেকে চার কোটি ২০ লাখ পাউন্ডের মতো বেড়েছে।

২০১৬-১৭ অর্থবছরে রানি ও রাজ পরিবারের সদস্যদের ভ্রমণ ব্যয়ের পরিমাণ ছিল ৪৫ লাখ পাউন্ড। আগের বছরের তুলনায় এটা পাঁচ লাখ পাউন্ড বেশি।

রাজকর্মীদের বেতন-ভাতা, ভ্রমণ ও আনুষঙ্গিক ব্যয় বহনের জন্য ‘সভরিন গ্র্যান্ট’ নামের বরাদ্দ দেওয়া হয়।

রাজ কোষাধ্যক্ষ অ্যালান রেইড জানান, এই অর্থ দেশের জন্য রানির কাজ ও প্রতিনিধিত্বের খরচ হিসেবে বিবেচিত হয়। আমি মনে করে এটা একটা চমৎকার বিষয়কেই প্রতিনিধিত্ব করে।

ব্রিটিশ সরকারের অর্থ দফতর থেকে রানিকে এ অর্থ সরবরাহ করা হয়। ২০১৬ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এ পরিমাণ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আগামী ১০ বছরের জন্য রাজকীয় সম্পদের মুনাফা থেকে রানিকে দেওয়া অর্থের পরিমাণ ১৫ শতাংশ থেকে বেড়ে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

/এমপি/