নিলামে বিক্রির জন্য অপহৃত ব্রিটিশ মডেল, মুক্তিপণ দাবি

গ্রেফতারকৃত লুকাস হেরবানিলামে বিক্রির জন্য অপহৃত যুক্তরাজ্যের এক নারী মডেলকে ইতালির মিলান শহর থেকে উদ্ধার করা হয়েছে। ২০ বছরের ওই মডেল একটি ফটোশ্যুটে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। ইতালির পুলিশ জানিয়েছে, অনলাইনে বিক্রির উদ্দেশ্যে অপহরণের পর ছয়দিন তাকে একটি কাঠের ড্রয়ারে হাতকড়া পরানো অবস্থায় আটকে রাখা হয়।

এ ঘটনায় লুকাস হেরবা নামে যুক্তরাজ্যে বসবাসকারী পোল্যান্ডের একজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সে অনলাইনে মানবপাচারকারী চক্র ‘ব্ল্যাক ডেথ গ্রুপ’- এর হয়ে কাজ করে।

১০ জুলাই মিলানে যান ওই ব্রিটিশ মডেল। পরদিন একটি অ্যাপার্টমেন্টে ফটোশ্যুটের জন্য গেলে সেখানে দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। একপর্যায়ে চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করা হয়। এরপর হাতকড়া পরিয়ে একটি ব্যাগে ভরে গাড়ির পেছনে তোলা হয়। কয়েক ঘণ্টার যাত্রাপথ শেষে তুরিন শহরের উত্তর-পশ্চিমে একটি বিচ্ছিন্ন বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ বলছে, অপহরণকারীরা বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে নারীদের অনলাইনে নিলামে তোলার সঙ্গে জড়িত। সাইটগুলোতে প্রত্যেক নারীর ছবির সঙ্গে তাদের দৈহিক বর্ণনা এবং প্রাথমিক দাম দেওয়া থাকে। ওই নিলামের বিজ্ঞাপন দেখেই তাকে উদ্ধার করে পুলিশ। নিলামের পাশাপাশি বাড়তি আয়ের জন্য এরইমধ্যে মডেলের এজেন্টের কাছে তার মুক্তির জন্য তিন লাখ ডলার দাবি করে অপহরণকারীরা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা 'ব্ল্যাক ডেথ গ্রুপ' নামে একটি অপরাধী চক্রের সদস্য। এ চক্রের মূল ব্যবসা হচ্ছে নারী পাচার। এ ঘটনায় নিয়ে ইতালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যে যৌথভাবে তদন্ত চলছে। সূত্র: বিবিসি।

/এমপি/