বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ১৬৩৯ কোটি টাকা সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের জন্য পরবর্তী ছয় মাসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সহায়তার প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬৩৯ কোটি ৫০ লাখ টাকা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস নতুন এ হিসেব জানান।

ত্রাণের জন্য মরিয়া রোহিঙ্গারা
এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৭৮ মিলিয়ন ডলার তথা ৬৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা সহায়তার আবেদন করেছিল জাতিসংঘ। তবে এখনও বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।

বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস শুক্রবার ঢাকায় রয়টার্সকে বলেন, ‘এ মুহূর্তে আমরা ২০০ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন বলে হিসেব করেছি। এ পরিমাণটা নিশ্চিত নয়, হাতে থাকা তথ্যের ভিত্তিতে একটি ধারণাকৃত হিসেব এটি। জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আমরা এ হিসেব করেছি এবং এ মুহূর্তে আমরা জানি পরবর্তী ছয় মাস পর্যন্ত এ অবস্থা চলবে।’

নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর গত ২৫ আগস্ট সামরিক বাহিনীর অভিযান জোরদার হয়। নিধনযজ্ঞ থেকে বাঁচতে এরইমধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছেন চার লাখ বাইশ হাজার রোহিঙ্গা।