টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমার সন্ধান

লন্ডনের টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। বোমাটি উদ্ধারের পর নদী সংলগ্ন লন্ডনের সিটি এয়ারপোর্টের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে এয়ারপোর্টে পূর্বনির্ধারিত কাজ চলাকালে বিমানকর্মীরা ওই বোমার সন্ধান পান। এরপর বোমাটির অবস্থান থেকে ২১৪ মিটারের একটি এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করে তারা।

‘লন্ডন শহরে সোমবারের সমস্ত ফ্লাইট প্রত্যাহার করা হচ্ছে। বোমা পাওয়ার স্থানটির আশপাশে জনসাধারণকে প্রবেশ না করার আহ্বান জানানো হচ্ছে’। বলেন লন্ডন সিটি এয়ারপোর্টের সিইও রবার্ট সিনক্লেয়ার। বিবৃতিতে তিনি জানান, মেট্রো পলিট্রন পুলিশ ও রয়্যাল নেভিকে সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ সহযোগিতা দিচ্ছে। তারা যত দ্রুত সম্ভব বোমাটি নিস্ক্রিয় করে সংকট সমাধানের চেষ্টা করছে।