গুগলকে একহাত নিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলকে  একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ আগস্ট মঙ্গলবার টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গুগলে ট্রাম্প নিউজ লিখে সার্চ করলে যেসব রেজাল্ট দেখায় সেগুলো শুধু ‘ফেক নিউজ মিডিয়া’র। অন্যভাবে বলা যায়, তারা আমার ও অন্যদের ক্ষেত্রে সাজানো ফল দেখায়। এর ফলে প্রায় সব স্টোরি ও নিউজই নেতিবাচক। ‘ফেক সিএনএন’ বিখ্যাত। রিপাবলিকান/কনজারভেটিভ ও নিরপেক্ষ মিডিয়ার পথ রুদ্ধ। ‘ট্রাম্প নিউজ’ লিখলে যেসব রেজাল্ট দেখানো হয় এর ৯৬ শতাংশই বামপন্থী মিডিয়ার। এটা খুবই বিপদজনক। গুগল এবং অন্যরা কনজারভেটিভদের কণ্ঠ রোধ করছে। তারা ভালো তথ্য ও সংবাদ গোপন করছে। আমরা কী দেখতে পারবো আর কী দেখতে পারবো না; সেটা তারা নিয়ন্ত্রণ করছে। এটি একটি অত্যন্ত গুরুতর অবস্থা।

এমন সময়ে ট্রাম্প এ টুইট করলেন যখন মার্কিন কংগ্রেসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টুইটারের সিইও’র। আগামী ৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসের জ্বালানি ও বাণিজ্য কমিটির মুখোমুখি হবেন টুইটারের সিইও জ্যাক ডরসি।