মরিচের গুঁড়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেফতার ১

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চোখে এবার মরিচের গুঁড়া ছুড়ে মেরেছে এক ব্যক্তি৷ মঙ্গলবার (২০ নভেম্বর) দিল্লির সচিবালয়ে মুখ্যমন্ত্রীর কক্ষের ঠিক বাইরে এ ঘটনা ঘটে। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এর জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেছে তারা।

কেজরিওয়াল (বামে) অভিযুক্ত ব্যক্তি (ডানে)
পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তের নাম অনিল কুমার। যে সময় এই ঘটনাটি ঘটে, তখন অরবিন্দ কেজরিওয়াল মধ্যাহ্নভোজনে যাচ্ছিলেন। আচমকাই তার সামনে এসে হাজির হন এক মাঝবয়সী ব্যক্তি। কেজরিওয়ালের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি কেজরিওয়ালের মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এক পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে কেজরিওয়ালের চশমাও মাটিতে পড়ে ভেঙে যায়। তবে ঠিক কী কারণে আম আদমি পার্টি প্রধানের উপর এমন হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি।

দিল্লির নারায়ণার বাসিন্দা অনিলকে সঙ্গে সঙ্গে আটক করেছে পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্দ্রপ্রস্থ থানায়। পুলিশকে উদ্ধৃত করে আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, কেজরিওয়াল যখন সচিবালয়ের তার ঘর থেকে বেরোচ্ছিলেন তখনই এই ব্যক্তি চিৎকার করতে শুরু করেন, ‘গুলি করে দেব-গুলি করে দেব’ বলে। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর একদম কাছে পৌঁছে যান ওই ব্যক্তি।

মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস নিরাপত্তাবেষ্টনীতে থাকেন কেজরিওয়াল। একইসঙ্গে ২৫ জন পুলিশকর্মী সারাক্ষণ তাকে ঘিরে থাকেন। এত কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি কেজরির মুখে মরিচের গুঁড়া ছুড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লি পুলিশকে দোষারোপ করেছে তারা। টুইটারে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দিল্লিতেও মুখ্যমন্ত্রী নিরাপদ নন।’  পুলিশ জানিয়েছে, সুরক্ষিত আছেন মুখ্যমন্ত্রী। চোখে মরিচের গুঁড়া লাগেনি বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, ৫০ বছর বয়সী অরবিন্দ কেজরিওয়াল এর আগেও একাধিকবার বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছেন। কালি, চড়, জুতো ছুড়ে মারার মতো ঘটনা এর আগেও ঘটেছে তার সঙ্গে।