সৌদি আরবকে ৩৪ লাখ ডলার ফিরিয়ে দিচ্ছে ইতালির অপেরা হাউস

সৌদি আরবের সঙ্গে একটি প্রকল্পে অর্থায়নের কথা থাকলেও সমালোচনার মুখে ৩৪ লাখ ডলার ফিরিয়ে দিচ্ছে ইতালির লা স্কালা অপেরা হাউস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_106080096_053033204

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তি অনুসারে আগামী পাঁচ বছরে ১৫ মিলিয়ন ইউরো লেনদেন হতো। তারই অংশ হিসেবে ৩০ লাখ ইউরো নিয়েছিলো অপেরা হাউস। ‍চুক্তিটি সম্পন্ন হলে সৌদি সংস্কৃতিমন্ত্রী ওই বোর্ডে সদস্যপদ পেতেন।

গত বছর যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কে সৌদি কনস্যুলেট হত্যাকাণ্ডের পর সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। দেশটির সঙ্গে চুক্তি করায় সমালোচনা শুনতে হয় ইতালিকেও। শেষ পর্যন্ত মানবাধিকার গ্রুপ ও রাজনীতিবিদদের সমালোচনায় পিছু হটেছে ওই অপেরা হাউস কর্তৃপক্ষ।

অপেরা হাউসের প্রেসিডেন্ট গিউসেপে সালা বলেন, আমরা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। তাদের সঙ্গে অন্য কোনভাবে সহযোগী সম্পর্ক বজায় রাখা যায় কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওই পরিকল্পনায় সমালোচনার মুখে পড়ে ইতালি। এমনকি ক্ষমতাসীন দলের সদস্যরাও সমালোচনা করে। দলের নেতা ও উপপ্রধানমন্ত্রী ম্যাতিও সালভিনি এই চুক্তি বাতিলের আহ্বান জানান। আকেই সঙ্গে অপেরার একজন পরিচালক অ্যালেক্সান্দার পেরেইরাকে বরখাস্তেরও আহ্বান জানানো হয়।

এখন পর্যন্ত সৌদি কর্মকর্তাদের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।