মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের ৪ সীমান্তরক্ষী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) চার সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ছত্তিশগড়ের কানকের জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দেশটির নকশাল বিরোধী অভিযানের ডিআইজিপি পি সুন্দরাজ বার্তা সংস্থা এএনআইকে চার বিএসএফ সদস্য নিহতের খবর নিশ্চিত করেছেন।noname

চীনা বিপ্লবের নেতা মাও সেতুংয়ের অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছে সরকার। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা। নকশালপন্থী বলে পরিচিত মাওবাদী অস্ত্রধারীরা পুলিশের ওপর হামলা ছাড়াও সরকারি কার্যালয় ধ্বংস ও কর্মকর্তাদের অপহরণ করে থাকে।

বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, সকাল পৌনে বারোটার দিকে ছত্তিশগড়ের পাখানজুড়ে মোতায়েনকৃত ১১৪ ব্যাটালিয়নের প্যাট্রোল দলের ওপর হামলা শুরু করে মাওবাদীরা। ওই হামলায় চার সদস্য নিহত হয়। এছাড়া আহতদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ওই বিএসএফ কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের পর ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ৩১ মার্চ ছত্তিশগড়ের বিদ্রোহী নিয়ন্ত্রিত দান্তেওয়াদা জেলা থেকে এক নারীসহ তিন মাওবাদীকে আটক করা হয়। এদিন এক পুলিশ কর্মকর্তা জানান, লোকসভা নির্বাচনের মধ্যে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছিল আটক মাওবাদীরা। তাদের কাছ থেকে একটি টিফিন বোম্ব ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে এই ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের বন্দুকযুদ্ধের সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা যায়নি।