বিহারে সাবেক মুখ্যমন্ত্রীর শেষকৃত্যে বিপত্তি

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যে প্রস্তুত ছিলো পুরে রাজ্য। নিয়ম অনুযায়ী ২২ টি রাইফেল দিয়ে গুলি করে তপোধ্বনি করার কথা পুলিশের। তবে ফাঁকা গুলি করে সম্মান জানানোর সময় বাঁধে বিপত্তি। ২২টি রাইফেলই যেন অকেজো। একটি গুলিও চালাতে পারেনি পুলিশ।

noname

অধ্যাপক মিশ্র তিনবার কংগ্রেস থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন।গত ১৯ আগস্ট ৮২ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতায় মারা যান জগন্নাথ মিশ্র। বুধবার জগন্নাথের পৈত্রিক গ্রাম সুপলে অনুষ্ঠিত হয় এই শেষকৃত্য। এতে অংশ নেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্য মন্ত্রী সুশিল কুমার ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে। 

উপস্থিত অতিথিদের সামনেই ব্যর্থ হয় পুলিশ। এরপর অনেক চেষ্টা করা যে বন্দুকগুলো সচল আছে কি না জানান জন্য। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় তারা।

এই ঘটনায় রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক পিপড়া ইয়াদুনাশ কুমার যাদব বলেন,  এই ঘটনা সাবেক মুখ্যমন্ত্রীর জন্য অসম্মানজনক। এর তদন্ত হওয়া উচিত।