জেরুজালেমে উড়লো সৌদি আরবের পতাকা

জেরুজালেমে সৌদি আরবের পতাকা উড়িয়েছে এক ইসরায়েলি। তার দাবি, পতাকা উড়িয়ে তিনি দুই দেশের মধ্যে শান্তি উদযাপন করেছে। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

cccc

এই ঘটনার একটি ভিডিও টুইট করেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায় ওই ইসরায়েলি সৌদি আরবে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

তিনি বলেন, আমি আমা করি সৌদি আরব ও ইসরায়েরের মধ্যে শান্তি ফিরে আসবে। আশা করি খুব শিগগিরই আমি দেশটিতে যেতে পারবো।

সম্প্রতি দুই সৌদি অধিকার কর্মী ইসরায়েলি সম্প্রচারমাধ্যমকে জানিয়েছিলেন তারা ইসরায়েল সফর করতে চায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী  বেঞ্জামিন নেতানিয়াহু বেশ কয়েকবার বলেছেন তারা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়।