হুথিদের সৌদিবিরোধী অভিযানের ভিডিও প্রকাশ

সৌদি জোটের বিরুদ্ধে প্রায় ৭২ ঘণ্টা ধরে সামরিক অভিযান পরিচালনার দাবি করে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ওই অভিযানে সৌদি আরবের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও কয়েক হাজার সেনাসদস্যকে আটক করা হয়েছে। তবে হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

noname

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদি আরবের বিপুল সংখ্যক সেনাকে আটক করেছে আটক করেছে হুথি যোদ্ধা। সৌদির শহর নাজরানের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুতিদের কাছে আত্মসমর্পণ করেছেন। অনেক সেনা নিহত হয়েছে। হুতি মুখপাত্র বলেছেন, সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান। সৌদি বাহিনী ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে। তাদের সমরাস্ত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সৌদির বন্দী সেনাদের রবিবার হুথি-পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্কে দেখানো

ভিডিও:

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স কর্তৃক প্রকাশিত হুথিদের ওই ভিডিও ফুটেজে সৌদি আরবের কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তার বিবরণ রয়েছে। ইয়েমেনি যোদ্ধারা সৌদি অবস্থানে যে সমস্ত গোলাবর্ষণ করছে তার দৃশ্যও রয়েছে ওই ভিডিওতে। এতে রাস্তার আশপাশে ধ্বংস হওয়া বিপুল সংখ্যক সামরিক যান ও বহু মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে দেশে ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।