তৃণমূলের আইনপ্রণেতা মহুয়া মৈত্র বলেছেন, মুসলিমরা ভারত ছেড়ে গেলে হিন্দুদের ‘হিন্দু’ পরিচয়ও বিলীন হয়ে যাবে। সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী প্রতিবাদের বিপরীতে শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবের প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি।
২৯ ফেব্রুয়ারি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে মহুয়া বলেন, ‘ঠিক সেই পর্যন্ত আপনি একজন হিন্দু, যতক্ষণ আপনার দেশে মুসলিমরা আছে। তারা সবাই দেশ ছাড়লে আপনি আর হিন্দু থাকবেন না। তখন আপনি বিভক্ত হবেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, দলিত ও অচ্ছুত পরিচয়ে।’
— Mahua Moitra (@MahuaMoitra) February 29, 2020
প্রসঙ্গত, মহুয়ার দল তৃণমূল শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সরব। দলের শীর্ষ নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার করেছেন, তিনি বাংলার মাটিতে এনআরসি (জাতীয় নাগরিক তালিকা) ও সিএএ বাস্তবায়ন হতে দেবেন না।