যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্বাস্থ্য সন্ত্রাসের অভিযোগ ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্বাস্থ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছে এনেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ওয়াশিংটন তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন ও সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ‘বেআইনি ও অনৈতিক নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের জন্য তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন আহ্বান জানান।

টুইটে জারিফ লিখেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই সময়ে যুক্তরাষ্ট্র নাশকতামূলক তৎপরতা ও নরহত্যার চেয়েও জঘন্য কাজে জড়িয়ে পড়েছে। তারা ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসাবাদের পাশাপাশি স্বাস্থ্য সন্ত্রাসও শুরু করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের ময়দানে যেসব কাজ করার অনুমোদন রয়েছে যুক্তরাষ্ট্র সেই সীমারেখাও লঙ্ঘন করেছে।

যেসব ইউরোপীয় দেশ ‘সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু ওয়াশিংটনের ভয়ে’ ইরানবিরোধী অন্যায় নিষেধাজ্ঞা মেনে চলছে তাদেরও সমালোচনা করেন জারিফ। তিনি বলেন, মার্কিন যুদ্ধাপরাধের সহযোগী হওয়া থেকে বিরত থাকুন এবং এই অন্যায় নিষেধাজ্ঞা মেনে নেবেন না। সূত্র: পার্স টুডে।