X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অভিবাসী কেন্দ্রে প্রবেশ করায় নিউ জার্সির মেয়র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১২:৪২আপডেট : ১০ মে ২০২৫, ১২:৪২

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সবচেয়ে বড় শহর নিউয়ার্কের মেয়র একটি অভিবাসী আটক কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অবশ্য পরে তিনি মুক্তি পেয়েছেন। শুক্রবার (৯ মে) নিউয়ার্কের মেয়র রাস বারাকা ‘অনধিকার প্রবেশের’ দায়ে গ্রেফতার হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউ জার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি আলিনা হাব্বা জানিয়েছেন, মেয়র রাস বারাকাকে এলাকা ছাড়তে একাধিকবার সতর্ক করার পরও তিনি তা উপেক্ষা করেছেন।

ওই কেন্দ্রটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অধীনে পরিচালিত ডেলানি হল।

বারাকার সঙ্গে তিনজন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যও। তবে তাদের গ্রেপ্তার করা হয়নি। তারা বলছেন, তারা ‘পর্যবেক্ষণের’ অংশ হিসেবে এসেছিলেন, যেন ওই কেন্দ্রটি কোনও ভবন নিরাপত্তা বিধি লঙ্ঘন করছে কি না, তা নিশ্চিত করা যায়।’

বারাকা সিএনএনকে বলেন, তিনি কোনও আইন লঙ্ঘন করেননি এবং একজন নির্বাচিত কর্মকর্তা হিসেবে তার অধিকার ও দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে অনধিকার প্রবেশের একটি অভিযোগ আনা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের  বিবৃতিতে বলা হয়, ডেমোক্র্যাট সদস্যদের নিয়ে গঠিত একটি দল ‘গেট ভেঙে আটক কেন্দ্রে ঢুকে পড়ে’, যখন একটি বাসে করে অবৈধ অভিবাসীদের ভেতরে আনা হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কংগ্রেস সদস্যদের আটক কেন্দ্রে এভাবে ঢুকে পড়া একটি অদ্ভুত রাজনৈতিক নাটকের চেয়েও বেশি কিছু। এটি আমাদের আইন প্রয়োগকারী এজেন্ট ও বন্দিদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’

বারাকা সিএনএনকে শুক্রবার রাতে বলেন, তিনি ১ হাজার শয্যার ওই কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেননি। তিনি কেবল সেই সংবাদ সম্মেলনের জন্য এসেছিলেন, যেটিতে কংগ্রেস সদস্যদের প্রবেশাধিকার ছিল।

ঘটনার ভিডিওগুলোতে দেখা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির দৃশ্য এবং কীভাবে বারাকাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর ফিল মারফি বলেন, বারাকার গ্রেফতারে তিনি ‘মর্মাহত’।

ঘটনার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রব মেনেনডেজ জুনিয়র, বনি ওয়াটসন কোলম্যান এবং লা মনিকা ম্যাকআইভারও সেখানে উপস্থিত ছিলেন।

এই পদক্ষেপটি এমন সময়ে এল, যখন ফেডারেল সংস্থাগুলো অবৈধ অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এটি ট্রাম্প প্রশাসনের একটি মূল নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

/এস/
সম্পর্কিত
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে