যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে

মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টায় সেখানে মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

noname

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৭১ হাজার ৭০ জন।

সবশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১২ লাখ ৪ হাজার ৪৭৯ জন। তবে শনাক্তকৃত রোগীদের মধ্যে ১ লাখ ৮৭ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ' জনের ৬ জন মারা গেছে, যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।