এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আচমকাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি প্রধানকে বরখাস্ত করেছেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই ওয়াচডগ–প্রধান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ব্যাপারে তদন্ত করছিলেন। 

noname

নাম প্রকাশ না করার শর্তে একজন ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি জানিয়েছেন, পম্পেওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করছিলেন স্টিভ লিনিক। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইন্সপেক্টর জেনারেল স্টিভ লিনিককে কোনও কারণ উল্লেখ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এলিয়ট অ্যাঞ্জেল এক বিবৃতিতে বলেন, তিনি জানতে পেরেছেন, পম্পেওর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছিলেন স্টিভ লিনিক। এ পরিস্থিতিতে তাঁকে বরখাস্ত করার বিষয়টি জোরালোভাবে ইঙ্গিত দেয়, এটা প্রতিশোধমূলক বেআইনি কাজ।

পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মনে করছেন, সংবিধান ও জাতীয় নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব পালনের জন্য স্টিভ লিনিককে শায়েস্তা করা হলো।

ট্রাম্প  এর আগে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হুট করে বহিষ্কার করেছেন। এর মধ্যে রয়েছেন রেইন্স প্রিবাস, জন এফ কেলি, মিক মুলভ্যানি, টিম মরিসন প্রমুখ।