জুমার ২০ মিনিট আগে মসজিদ খোলার অনুমতি দেবে সৌদি আরব

করোনাভাইরাস মোকাবিলায় নেওয়া বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে শর্তসাপেক্ষে মুসল্লিদের মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমতি দেবে দেশটি। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

12সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জুমা-র ২০ মিনিট আগে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেওয়ার অনুমতি দেওয়া হবে। নামাজ শেষ হওয়ার ২০ মিনিট পর মসজিদ বন্ধ করে দিতে হবে।

সোমবার সৌদি কর্মকর্তার জানিয়েছেন, দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধগুলো তিন ধাপে তুলে নেওয়া হবে।