ফ্রান্সের নাগরিকত্ব চান ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবা

ব্রেক্সিট তার পছন্দ নয়। তাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন আর যুক্তরাজ্যে থাকতে চান না। তিনি ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন।noname

চার বছর আগে ২০১৬ সালের গণভোটে তিনি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। বাবা ও ছেলে এই বিষয়ে পুরো উল্টো মেরুর বাসিন্দা। স্ট্যানলির ভাষায়, ‘আমি বরাবরই ইউরোপিয়ান। আপনি কখনোই ইংরেজদের বলতে পারেন না তারা ইউরোপিয়ান নয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংযোগ থাকা জরুরি।’

যুক্তরাজ্য থেকে কেন ফ্রান্সের নাগরিক হতে চান স্ট্যানলি? ফরাসি রেডিও আরটিএল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে তো ফরাসিই বলতে পারেন। আমার মায়ের জন্ম ফ্রান্সে।’ স্ট্যানলির বয়স ৮০ বছর। তিনি আগে ইইউ পার্লামেন্টের সদস্য ছিলেন। ডিসেম্বরে টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এখন তিনি মত পরিবর্তন করেছেন। তিনিও ব্রেক্সিটের পক্ষে। কিন্তু ব্রেক্সিট হওয়ার পর এখন আবার আগের মতেই ফিরে গেছেন স্ট্যানলি। সূত্র: ডিডব্লিউ।